বেলা পড়ে আসে
মফস্বলে নামে সাঁঝের আঁধার
আকাশে এক ফালি চাঁদ
চাঁদ হাসে। চাঁদের হাসি দিগন্তময় ।।
চাঁদ ! চাঁদ !
ঈদের চাঁদ
হৃদয়ের গভীরে খুশির দোলা
হাওয়ায় হাওয়ায় ফিরে আসে নীরব ব্যাকুলতা ।।
রাত জেগে ওঠে
উথাল পাথাল আনন্দ ধারা
প্রতিটি শ্বাসে গুণি আবেগ
প্রতিটি আবেগ ফোটায় ফুল
ঘুম থেকে জেগে ওঠে ইতিহাস। ওষুধি নগর ।।
ভোরের আযানে খুশির মাতন
ঈদ আসে ঘরে ঘরে
ঈদের ছোঁয়ায় ভাসে বিমূর্ত খুশির লহরী ।।
------------------------------ ------------------------------ -------------------
গ্রাম+পোস্ট=কুমারগঞ্জ।
জেলা=দক্ষিণ দিনাজপুর।