ঈদের খুশি ।। হামিদুল ইসলাম

 


বেলা পড়ে আসে
মফস্বলে নামে সাঁঝের আঁধার
আকাশে এক ফালি চাঁদ
চাঁদ হাসে। চাঁদের হাসি দিগন্তময়    ।।


চাঁদ ! চাঁদ !
ঈদের চাঁদ
হৃদয়ের গভীরে খুশির দোলা
হাওয়ায় হাওয়ায় ফিরে আসে নীরব ব্যাকুলতা    ।।


রাত জেগে ওঠে
উথাল পাথাল আনন্দ ধারা
প্রতিটি শ্বাসে গুণি আবেগ
প্রতিটি আবেগ ফোটায় ফুল
ঘুম থেকে জেগে ওঠে ইতিহাস। ওষুধি নগর    ।।


ভোরের আযানে খুশির মাতন
ঈদ আসে ঘরে ঘরে
ঈদের ছোঁয়ায় ভাসে বিমূর্ত খুশির লহরী    ।।
-------------------------------------------------------------------------------
গ্রাম+পোস্ট=কুমারগঞ্জ।
জেলা=দক্ষিণ দিনাজপুর।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।