তোমার'ই আগমনে ।। স্বপন কুমার ধর

 




শীতের প্রস্থান বার্তাই বুঝিয়েছে,
তোমার আগমনী বার্তা,
পাতায় পাতায় তোমার নবসজ্জা,
কোকিলের সুমিষ্ট সুপ্রভাত সঙ্গীত,
দিগন্ত রাঙিয়ে পলাশ,কৃষ্ণচূড়া,
জানিয়ে দিচ্ছে হোলির দেরি নেই,
রঙে রঙে হবো যে রঙীন,
মনে তো তাই লেগেছে দোলা,
পুঞ্জীভূত মেঘের মাঝে কেবলই উড়ে চলা,
প্রিয়া'র আলিঙ্গনে কপোত-কপোতী সম,
সে এক রোমাঞ্চকর ক্ষণ,প্রতিক্ষণ,
হার না মানা মানসিকতায় এগিয়ে চলা,
হারাবার কোন কিছুর ভয় নেই, 
সমস্ত কিছুই আছে জয় করার জন্য, 
না আছে কোন চিন্তা,না আছে ক্ষিদে,তৃষ্ণা, 
কেবলই এগিয়ে চলা,প্রিয়ার হাতটি ধরে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post