আমার গোপন ভালোবাসা
আমার বৈশাখী ভাবনা,
পহেলা বৈশাখে হবে
প্রথম দেখা এইটুকু বাসনা।
জানিনা আমি তোমার
গন্তব্য আমার পথে কি না,
জানিনা কোন ভাবনায় চলছে জীবন তোমার
তবুও অবুঝ হৃদয় আশা ছাড়েনা।
আমার ভাবনায় আছো তুমি
আমার মতো সেজে,
পহেলা বৈশাখে ভালোবাসার সুর
বৈশাখী ঢোলে ওঠবে বেজে।
প্রথম দেখায় হবে
অনেক বৈশাখী গল্প,
গল্পে গল্পে চুপিচুপি
ভালোবাসা চলবে অল্প।
লাগবে না মন্দ
জোটে যদি ফুল,
থাকবে না দ্বন্দ্ব
বাঁধ যদি আমার এলোচুল।
সারাবাংলায় চলবে
পানতা ইলিশের ছড়াগড়ি,
সবার অজান্তে গোপনে
আমার অতৃপ্ত বাসনাগুলো করবে গড়াগড়ি।
জানি আমার বৈশাখী
ভাবনা ভানায় যাবে থেকে,
একা পথ চলতে চলতে দেখবো
অজানা কুয়শা এসে সব দিলো ঢেকে।