বৃষ্টি হবো ।। পিনাকী রায় কনিষ্ক


আগামীকাল একটা প্রেমের কবিতা লিখবো ভেবে
টেকনিক্যাল প্রোগ্রামিং করে রেখেছি,
মাছের তেলে মাছ ভাজা নয়
বঙ্গোপসাগরে ঘনীভূত সাইক্লোন
দিন দুয়েক পর কালবোশেখী

রামনবমীর মিছিল থেকে রাষ্ট্রবিভক্ত -হনুমান জয়ন্তী

আজানুলম্বিত আলোচনায়
জন্মনিয়ন্ত্রণের কথা একবারের জন্য উঠে আসেনি,
IVF এর শরনাপন্ন ইকোনমিক রাম
মন্ কি বাতে ব্যস্ত লব-কুশ 
থৈ থৈ জলে জন্মের দাগ
কথার পর কথা পাল্টিয়ে
ঠোঁটের পর ঠোঁট বুলিয়ে
আমার পাশে এসে কে যেন দাঁড়ালো
চাঁদের গায়ে জমাট রক্ত

'যমজ সঙ্গম'

উপূর হয়ে পড়ে আছে সমস্ত রাত
শরীরে ঝুঁকে পড়েছে হারানো ভুবন,

একটা অজানা পাখি বলে গেল
একবার বৃষ্টি হয়ে ঝরো দেখি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post