২৮৯ ভূতের ভয় ।। কৃষ্ণেন্দু কুইলি

 


হাওয়া নেই ঝড় নেই কি অদ্ভূত -
নিভে গেলো আলো ঘুঁটঘুঁটে কালো
                       মন করে খুঁত খুঁত  ৷
নিঃঝুম আঁধার       ফাঁকা চারিধার
                     বারান্দায় কে ? ভূত !
হাঁটে কার কায়া       ওই ছায়া ছায়া -
                     কথা কয় ফিসফাস ৷
গা ছম ছম              আটকাল দম ,
                     ভয়ে ভয়ে নিই শ্বাস ৷
পরে সাদা থান     হাঁটা দিল সটান
                    দেখে হিম ধরে গায় ;
চক্ চকে চোখ    খেয়ে এক ঢোক
                 বলি কে ? শুষ্ক গলায় ৷
যদি এসে পড়ে    ঘাড়টাকে মোড়ে
                    বাঁচাবার নেই কেউ ?
অমনি সে হায়       আঁধারে মিলায়
                  ডাক পাড়ে মেউ মেউ ৷
থামে রাম গান         ধড়ে এল প্রান
                   দেখে এক সাদা পুশি ৷
কোথা গেল ভূত            বড় অদ্ভূত
                   বেঁচে আছি ! কি খুশি ৷


কৃষ্ণেন্দু কুইলি
তমলুক , পূর্ব মেদিনীপুর
৩১/০৩/২০২৩


সংক্ষিপ্ত পরিচিতি - অভাবের মধ্য দিয়ে কঠোর পরিশ্রমে বড় হওয়া ৷ ছোটবেলায় স্কুলে কলেজের নানা পত্রিকায় লেখা দিয়ে হাতে খড়ি ৷ রসায়ন শাস্ত্র নিয়ে পড়াশুনা হলেও ছোটবেলা থেকে বাংলা গল্প কবিতার কবিতার বই পড়ে পড়ে বাংলা সাহিত্যের প্রতি ভালো লাগা ও বাংলা ভাষার টানে নিজে কিছু লেখার ভাবনা থেকে বিভিন্ন ধরনের লেখা শুরু ৷ এখন একটি স্কুলের শিক্ষকতার সঙ্গে অবসরে সাহিত্য চর্চা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।