হাওয়া নেই ঝড় নেই কি অদ্ভূত -
নিভে গেলো আলো ঘুঁটঘুঁটে কালো
মন করে খুঁত খুঁত ৷
নিঃঝুম আঁধার ফাঁকা চারিধার
বারান্দায় কে ? ভূত !
হাঁটে কার কায়া ওই ছায়া ছায়া -
কথা কয় ফিসফাস ৷
গা ছম ছম আটকাল দম ,
ভয়ে ভয়ে নিই শ্বাস ৷
পরে সাদা থান হাঁটা দিল সটান
দেখে হিম ধরে গায় ;
চক্ চকে চোখ খেয়ে এক ঢোক
বলি কে ? শুষ্ক গলায় ৷
যদি এসে পড়ে ঘাড়টাকে মোড়ে
বাঁচাবার নেই কেউ ?
অমনি সে হায় আঁধারে মিলায়
ডাক পাড়ে মেউ মেউ ৷
থামে রাম গান ধড়ে এল প্রান
দেখে এক সাদা পুশি ৷
কোথা গেল ভূত বড় অদ্ভূত
বেঁচে আছি ! কি খুশি ৷
কৃষ্ণেন্দু কুইলি
তমলুক , পূর্ব মেদিনীপুর