MrJazsohanisharma

ঈদের খুশি ।। ইসমাইল হোসেন ইফতি



পাড়া গায়ে স্বর উঠেছে
সকাল হলেই ঈদ
সেই খুশিতে খোঁকাখুকির
ভেঙে গেছে নিদ।

সকাল হলেই রান্না হবে
কোরমা পোলাও বিরিয়ানি
কাজ কর্ম সব বন্ধ রেখে
সারা বেলা জিরিয়ানী।

ছোটবড় সবার মাঝেই
একই খুশি বইছে 
ধনী গরিব নেই ভেদাভেদ
এক কাতারে হইছে।

এই খুশিতে বাদ পড়েনি
এতিম ও পথশিশু
তাদের ধারে পৌছে দিবো
কেনাকাটা সবকিছু।


নামঃ ইসমাইল হোসেন ইফতি
গ্রামঃচরদূর্গাপুর
থানাঃকালিহাতী
জেলাঃটাঙ্গাইল 

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post