ঈদের পয়গাম ।। জাহিদ বিন হিকমত


ঈদ আসে বারে বারে মানুষের অন্তরে 
শত কালিমা মুছে নতুন জীবন দিতে, 
ঈদ আসে মানব জীবনে অফুরন্ত কল্যাণ নিয়ে 
আসে তাক্বওয়ার শক্তিতে বলিয়ান করতে।

ঈদ আসে মহা মিলনের মহা উৎসবে 
সওয়াব ও পূণ্যময় জীবন রাঙাতে, 
হৃদয়ে হৃদয়ে খুশির জোয়ার নিয়ে 
ঈদ আসে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগাতে।

ভোগ নয় ত্যাগের মহিমা নিয়ে 
ঈদ আসে শ্রেণী বৈষম্যের মূলোৎপাটন করতে, 
সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রেরণা নিয়ে 
ঈদ আসে উদারতা ও মানবপ্রীতির শিক্ষা দিতে।

ঈদ আসে ধনী-গরিবের ভেদাভেদ রুখে 
সকল মানুষের মুখে হাসি ফোটাতে, 
ঈদ আসে ইসলামী ঐতিহ্যের বার্তা নিয়ে 
মরে যাওয়া বিবেককে নাড়িয়ে যেতে।

পরিশোধিত হৃদয়ের তৃপ্তির ছোঁয়া নিয়ে 
ঈদ আসে শত্রুতা ও বৈরিতার প্রাচীর ভাঙতে, 
ঈদ আসে অশ্লীলতা ও পাপ-পঙ্কিলতা মাড়িয়ে 
সভ্য সংস্কৃতি ও শিকড়ের শিক্ষা দিতে।
===========================
জাহিদ বিন হিকমত
সালমান প্লাজা,
শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন,
শ্যামপুর, কদমতলী, ঢাকা-১২০৪

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।