ঈদ আসে বারে বারে মানুষের অন্তরে
শত কালিমা মুছে নতুন জীবন দিতে,
ঈদ আসে মানব জীবনে অফুরন্ত কল্যাণ নিয়ে
আসে তাক্বওয়ার শক্তিতে বলিয়ান করতে।
ঈদ আসে মহা মিলনের মহা উৎসবে
ঈদ আসে মহা মিলনের মহা উৎসবে
সওয়াব ও পূণ্যময় জীবন রাঙাতে,
হৃদয়ে হৃদয়ে খুশির জোয়ার নিয়ে
ঈদ আসে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগাতে।
ভোগ নয় ত্যাগের মহিমা নিয়ে
ভোগ নয় ত্যাগের মহিমা নিয়ে
ঈদ আসে শ্রেণী বৈষম্যের মূলোৎপাটন করতে,
সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রেরণা নিয়ে
ঈদ আসে উদারতা ও মানবপ্রীতির শিক্ষা দিতে।
ঈদ আসে ধনী-গরিবের ভেদাভেদ রুখে
ঈদ আসে ধনী-গরিবের ভেদাভেদ রুখে
সকল মানুষের মুখে হাসি ফোটাতে,
ঈদ আসে ইসলামী ঐতিহ্যের বার্তা নিয়ে
মরে যাওয়া বিবেককে নাড়িয়ে যেতে।
পরিশোধিত হৃদয়ের তৃপ্তির ছোঁয়া নিয়ে
পরিশোধিত হৃদয়ের তৃপ্তির ছোঁয়া নিয়ে
ঈদ আসে শত্রুতা ও বৈরিতার প্রাচীর ভাঙতে,
ঈদ আসে অশ্লীলতা ও পাপ-পঙ্কিলতা মাড়িয়ে
সভ্য সংস্কৃতি ও শিকড়ের শিক্ষা দিতে।
===========================
জাহিদ বিন হিকমত
সালমান প্লাজা,
শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন,
শ্যামপুর, কদমতলী, ঢাকা-১২০৪
সালমান প্লাজা,
শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন,
শ্যামপুর, কদমতলী, ঢাকা-১২০৪