মাসভর রোজার পরে,
আসে খুশীর ঈদ।
একফালি চাঁদ নিয়ে আসে,
আনন্দ সংগীত।
ঈদ মানে মনের মিলন,
মনের ইবাদত।
মনের ঘরেই পরম খোদার,
আসলি ইমারত।
তাই তো ঈদ মিলনোৎসব,
সাদর আলিঙ্গনে।
ছোটো বড়োর ভেদাভেদ ভুলে,
ভালোবাসাকে নেয় চিনে।
এই ঈদের পুণ্যবাসরে
গাও সাম্যের গান,
জাতি, বর্ণ, ধর্ম সবার উপর,
সর্বোচ্চ হোক মানবিকতার প্রতিষ্ঠান।
আল্লাহ্, ঈশ্বর, প্রভু ভিন্ন নামে,
জেনো একই পরমেশ্বর।
ধর্ম যার যার তরে,
কিন্তু উৎসব সবার।
হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভের,
আজ কুরবানি হোক।
এসো, সকলে ভালোবাসার আলিঙ্গনে বলি,
ঈদ মোবারক।