ঈদ ।। মো. শরিফুল ইসলাম


আয়রে জন্টু আয়রে মন্টু
দেখবি যদি আয়,
ওই দেখা যায় চাঁদের ফালি
দূর আকাশের গায়।

চারিদিকে বাজি ফুটে
ঈদ আনন্দে আজ,
কালকে মোরা নতুন জামায়
সাজবো নতুন সাজ।

উঠব ভোরে গোসল সেরে
সেমাই কোর্মা খেয়ে,
ঈদের নামাজ পড়ব মোরা
ঈদ গাহেতে যেয়ে।

নামাজ শেষে সবাই মিলে
করব কোলাকুলি,
হিংসা বিদ্বেষ বৈষম্যতা
আজ থেকে সব ভুলি।


সংক্ষিপ্ত পরিচিতিঃ মোঃ শরিফুল ইসলাম। জন্ম টাঙ্গাইল সদর জেলার বাহির শিমুল গ্ৰামে। পিতা মোঃ সোরহাব আলী এবং মাতা সুরুত ভানু। আমার যৌথ কাব্যগ্রন্থ যথাক্রমে "অঘ্রাণের মাঝ রাতে শিশিরের ঘ্রাণ, সবুজ পাতার খামের ভিতর হেমন্তের চিঠি এবং ভালোবাসার মায়াজাল"। আমি সকলের দোয়া প্রার্থী।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।