ছবি : রোদ্দুরে
মাছরাঙা মন
নিয়ে ফিঙের বহুতা পাখায়
তার কুচকুচে শরীর ও জ্বলজ্বলে চোখে
এক দূরন্ত কিশোর, ঘুঘু-ডাকা-দুপুর।
নরম বিকেল :
শারদ-সুন্দর কাশফুলের আকাশ!
ডানা মেলেছে শাদা-শাদা বকের পাল!
কানাকুয়া কুপ কুপ করে
উঁচু থেকে নিচু স্বরে
ডেকে ডেকে সঙ্গিনীকে খোঁজে।
আর গাঁও-গেরামের পল্লিগীতি, মুখর --
পাখিডাকা সকাল :
জুঁই-শাপলা-টগর-বেলীর অপরিম্লান মুগ্ধতায়
ছুটে যাই, উড়ে যাই বারবার, বারবার --
হড়াই নদীর বাঁকে।
__________________________
ঠিকানা : সোহেল রানা। বি. জি. প্রেস, তেজগাঁও, ঢাকা -১২০৮।