হড়াই নদীর বাঁকে || সোহেল রানা

মাছরাঙা মন 
নিয়ে ফিঙের বহুতা পাখায় 
তার কুচকুচে শরীর ও জ্বলজ্বলে চোখে 
এক দূরন্ত কিশোর, ঘুঘু-ডাকা-দুপুর।

নরম বিকেল : 
শারদ-সুন্দর কাশফুলের আকাশ! 
ডানা মেলেছে শাদা-শাদা বকের পাল! 
কানাকুয়া কুপ কুপ করে 
উঁচু থেকে নিচু স্বরে 
ডেকে ডেকে সঙ্গিনীকে খোঁজে।
আর গাঁও-গেরামের পল্লিগীতি, মুখর --

পাখিডাকা সকাল : 
জুঁই-শাপলা-টগর-বেলীর অপরিম্লান মুগ্ধতায় 
ছুটে যাই, উড়ে যাই বারবার, বারবার --
হড়াই নদীর বাঁকে।
                       

__________________________
ঠিকানা : সোহেল রানা। বি. জি. প্রেস, তেজগাঁও, ঢাকা -১২০৮।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।