পথ ভোলা তারা ।। মনিরুজ্জামান মনির


একটি তারা আকাশেতে
একটি তারা তুই।
শ্রাবণে বৃষ্টি ঝরে
ফোঁটে কদম জুঁই।
একটি কুঁড়ি ফুল ফুঁটেছে
আরেক কুঁড়ি তুই।

গগণচারী আকাশ পাড়ি
স্বপ্নে ভরা স্বপ্নচারী।
''হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই''

আকাশ ভরা চাঁদের আলো
ফসল ভরা ভুঁই।
জ্যোৎস্না ভরা ঘরটা আমার
সোনার মানিক তুই।
আকাশেতে হাজার পরী
আরেক পরী তুই।

পথ ভুলে একটি তারা 
আসলো আমার ঘরে।
''হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই''

মনিরুজ্জামান মনির 
গ্রাম:লক্ষ্মণপুর
ডাকও ইউনিয়ন :লক্ষ্মণপুর।
উপজেলা :শার্শা
জেলা:যশোর 
 বাংলাদেশ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।