কথা দাও, কথা দাও হে নববর্ষ !
তোমার স্পন্দিত আগমনে
থেমে যাবে দুঃখের বেহাগ
ব্যথিত বেহালার মর্মর সুর
নাচবে খুশির ছন্দে।
লাঙ্গলের ফলার আঘাতে
জমিনের বুক চিরে চিরে
কৃষকের তপ্ত নিশ্বাসে
আগুন জ্বলবে না আর।
কথা দাও হে নববর্ষ !
পাতিল পোড়ানো 'পণে' 'পণে'
আজন্ম এঁটেল পেটা কালো শরীর
ঝলসাবে না আর।
অসহায় নারীর আর্তনাদে
বাতাস হবে না ভারী।
কথা দাও হে নববর্ষ !
শ্রমিকের তপ্ত লাল ইটে
লোহাড়ুর কঠিন দু'হাতে
রাজ মিস্ত্রির বিন্দু বিন্দু ঘামে
গ্রথিত হবে আজ জীবনের ভিত।
কথা দাও, কথা দাও হে নববর্ষ !
বঞ্চিত আত্মাগুলো
মেঘ ভাঙ্গা রোদের মতো
হাসবে অমিত তেজে।
শিশুর ঝাপসা দু'চোখ
খুলে যাবে শিহরিত আলোর ফোকাসে।
কথা দাও, কথা দাও হে নববর্ষ !
হিংসার পাতাগুলো ছিঁড়ে
শান্তির যোজনা হবে সৃষ্টির মহাকাব্যে।
পৃথিবীর সব পত্রিকার পাতা ভরে
জীবনের সব বিশুদ্ধ সংবাদগুলো
মুদ্রিত হবে শুধু বর্ণিল অক্ষরে।
কথা দাও, কথা দাও হে নববর্ষ !
কবি পরিচিতিঃ কবি সহঃ অধ্যাপক, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ, বগুড়া। কার্যনির্বাহী সদস্য, জাতীয় কবিতা পরিষদ,বগুড়া জেলা শাখা।