আজি নববর্ষের গান গাহি মোরা সাম্যের,
নাহি ভেদাভেদ নাহি চরণ ভেদি রূঢ় দম্ভের।
নয়নের বাচনে নয়ন চাহি কিশলয় তানে,
মর্মব্যথা গাহিয়া উঠিল সুর ও লহরী গানে।
আজি পারাবার জগৎ দাত্রীর আঁচল মধু মায়া,
মাতৃভূমি সাজিল নবরূপে মুদিল তাঁর ভ্রম কায়া।
জোয়ার উঠিল প্রমত্ত সাগর ঊর্মি উদগম পর্বত,
ফেনিল আসিল জলরাশির সনে শুভ যজ্ঞ সর্বত।
নববর্ষে বাঙালির ঘরে উঠিল নব প্রাণ শওগত,
জয় রথে মঙ্গল আসিবে তথা দেখিয়ে নব তখ্ত।
পলকে হেরিবে ঊষা বাণী হৃদয়ের বিগলিত হাসি,
বছর ঘুরিয়া বাঙালি হাসিবে বাংলাতে সুখ রাশিরাশি।
পারভীন আকতার
শিক্ষক,কবি ও প্রাবন্ধিক।
চট্টগ্রাম।