নববর্ষ তোমার কাছে মিনতি
তোমার কাল হয়না যেন বিষাদ,
বহে যেন চিরকাল সমগ্র বিশ্বময়
শান্তির সু-কোমল সু-বাতাস-
থাকে যেন তোমারই নব প্রভাতের মতন।
কন্ঠে তোমার পরাবে বলে কত গুণিজন
গাঁথিয়াছে কত কথার মালা করিয়া যতন
অযোগ্য বলে কভু আমায় বলিওনা কৃপণ,
দিতে পারি তোমায় নেই যে এমন ধন
আমি যার তুমিও তারই দয়ার দান
তিনিই দিয়াছে তোমায় বৈশ্বিক সম্মান।
সারা জগৎময় মুখরিত আগমনে তোমার
এই দিনে সকলে যাই ভুলে সমগ্র শত্রুতার-
তাই দিলাম তোমায় উল্লাসের অধিকার,
হে নববর্ষ ধন্য হউক তোমার সময় কাল
বিশ্ব ভরে উঠুক শান্ত উদার পরশে তোমার-
ধন্য হউক প্রতিটা প্রাণ,ধন্য তোমার আগমন
স্বাগতম নববর্ষ সু-স্বাগতম।