রোদ্দুরের দিকে ।। তীর্থঙ্কর সুমিত

 



অতল সমুদ্রের দর্শনলিপিতে
আঁকা আছে নদীর বাঁক
খাতার পাতায় কথন নদীর উপন্যাস
ঘিরে ধরে হিসেবের নতুন ইতিহাস
আগামীর আগমনী জানান দিয়েছে
মুঠো ভরা বাসন্তের গান
কোকিলের ঠোঁটে শেষবেলার চিঠি

আমায় নিয়ে চলে রোদ্দুরের দিকে।



তীর্থঙ্কর সুমিত

মানকুণ্ডু, হুগলী
পশ্চিমবঙ্গ।


তীর্থঙ্কর সুমিত মানকুণ্ডু, হুগলী জেলার বাসিন্দা। ছোটবেলা থেকে লেখালিখির সাথে যুক্ত। নিজ সম্পাদিত পত্রিকার নাম আহোরী, একালের ছিন্নপত্র। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post