এসো হে বৈশাখ ।। মজনু মিয়া

 




ফাল্গুন চৈত্রে পুড়ে গেছে, সোনা বরণ মাটি;
বোশেখ তুমি অঝর ধারায়, ভিজাই করো খাঁটি। 

ফলুক সোনা শস্য দানা, ধরার পলি মাটি;
গর্ব করে চলি ফিরি, মা গো চরণ হাঁটি। 

বাজুক বাঁশি ডোল তবলা আর, মধুর সুর লহরী ;
সাজুক ভুবন নতুন রূপে, দেখো হে প্রহরী। 

নতুন কুঁড়ি ধরবে ডালে,ফোটবে নতুন সব ফুল;
বোশেখের এই রূপে তখন, ভরবে প্রকৃতি কূল।

বসবে বোশেখের মেলা সব, হবে লোক কোলাহল ;
খাল বিল ভরবে জলে সকল, নামবে কলকলে ঢল।

কৃষক কৃষাণী তার জমি,করবে চাষে তৈরি ;
কখনো কখনো হবে,প্রকৃতি কূল বৈরী। 
________________________________________
মজনু মিয়া 
মির্জাপুর 
টাংগাইল

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।