আমার সাধের সেই শিশুটি
ছোট্টটি নেই আর,
মহিরুহে মন মেলেছে
দেখতে চমৎকার।
এখন আমায় চিনছে না সে
অনেক বছর পর,
কিশোর থেকে তরুণ এখন
সামলে চলে ঝড়।
আম জাম আর আমড়া ছিল
তারাও অনেক বড়,
এখন আমায় কেউ চেনে না
অপর এবং দড়।
আরো ছিল একটা কালো
আমার সাধের গাই,
কালের স্রোতে সেও গেল
আর খুঁজে না পাই।
তারা সবাই ভাগ হয়েছে
কেউ আছে কেউ নেই,
ফিরলে ঘরে তাদের খুঁজি
অশ্রুসিক্ত স্মৃতিতেই।
.............................. ......................... ✍️
গড়িয়া স্টেশন রোড
কলকাতা-৮৪ পশ্চিমবঙ্গ ভারত।
তাং- ০৩/০৪/২০২৩