কাগজের নাও বানাইতাম
শৈশবের কালে,
কলার কুলের ডিপ বসাতাম
ধানের ক্ষেতের আলে।
গোল্লাছুট আর কানামাছি
খেলতাম রাত হলে,
চাঁদের আলোয় গল্প হতো
শীতলপাটি মেলে।
চড়ুইবাতি খেলতাম তখন
আমরা কজন মিলে,
মাছ ধরিতে যেতাম মোরা
খাল- বিল ও ঝিলে।
নদীর পাড়ে পিছল খেতাম
মাটিতে পানি ডেলে,
উপুর হয়ে সাঁতার কাটতাম
দুহাতখানি মেলে।
সে সময়টা কোথায় আছে
নিল বয়স চিলে,
চাই যেতে চাই আবার ফিরে
শৈশবের কালে।