ষড়ঋতর দেশ আমার
রঙে রূপের নেই শেষ
সে আমাদের জন্ম ভূমি
প্রাণের প্রিয় বাংলাদেশ।
বাংলা মায়ের ছয় সন্তান
বিচিত্র পোশাকে
ছয়টি ঋতু আসে ফিরে
প্রতিটি বছরে।
প্রকৃতিতে শুভা বর্তন
দুমাস পরে পরে
বৈচিত্র্যের দেশ আমার
মুখরিত গানের সুরে।
বৈশাখ জৈষ্ঠ্য এ দুমাস
গ্রীষ্মের দাবদাহে
পথিক বসে বিশ্রাম নেয়
বটের ছায়া তলে।
আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু
সাত কন্যার বিয়ে
বাদলা দিনে রোদের হাসি
খুশি হৃদয় জুড়ে।
ভাদ্র আশ্বিন মাসে
শরত আসে ঘরে
কাশবনে সাদাবক
ঝাঁকে ঝাঁকে উড়ে।
কাতি অঘ্রাণ এই দু-মাসে
হেমন্ত এলো ঐ
সরষে ফুলে হলদে রঙে দেখে
অপলক চেয় রই।
হিমালয় হতে এলো শীত
পৌষ মাঘ মাসে
হুঁকা টেনে দাদু আমার
খেয়র খেয়র খেয়র কাশে।
ফাল্গুন আর চৈত্র মাস
বসন্তের এ কালে
নানা ফুল ফোটে বাগে
কুকিল ডাকে ডালে।
কত রূপ কত রঙ
লাল সবুজের দেশ
কত লোক কত সুখ
কত যে আবেশ।