তারার ঘাট ।। আবু আফজাল সালেহ


গহীন রাতে ফেনা-ধোওয়া আঁচলে
বসে বসে নক্ষত্রের গান শুনছি।

বুধ থেকে নেপচুন পথে
প্রক্সিমা সেন্টেরাই থেকে দূরবর্তী নক্ষত্র পথে
আরও নিস্তব্ধতা খুঁজি
আরও একাকিত্ব চাই
 একাকিত্ব মরে নাসৃষ্টি করে
 নিস্তব্ধতা মিশে যায় নাউজ্জ্বলতা বাড়ায়।

নীলসাগরে ভেসে বেড়ায় চাঁদের কণ্ঠ
শিশিরে মাখে সুর
আলো ছড়ায় সপ্তর্ষিমণ্ডল
মিল্কিওয়ে মিটিমিটি ডাকে।

হঠাৎই তারার -ঘাটে উড়ে এলে তুমি। 





লেখক পরিচিতি

আবু আফজাল সালেহ ১৯৮১ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার মদনা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলায় স্নাতকোত্তর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক, পোর্টাল  ম্যাগাজিনে নিয়মিত কবিতাপ্রবন্ধফিচার, কলাম লেখালেখি করছেন। 'বার বার ফিরে আসি (২০১৮) 'ছড়ায় ছড়ায় উৎসব (২০১৮) এবং ‘বলেই ফেলি ভালোবাসি (২০২২) নামীয় তিনটি কাব্যগ্রন্থ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কার চাঁদপুর চর্যাপদ  সাহিত্য একাডেমি দোনাগাজি পদক-২০২১’।এছাড়া সাহিতরস প্রকাশন সম্মাননা (২০১৮), দৈনিক মানব বার্তা সম্মাননা-২০১৮  ও প্রিয়বাংলা লেখক সম্মাননা-২০২৩ পান। প্রবন্ধগ্রন্থ 'কাব্যশৈলীর কতিপয় দিগন্ত' এবং পর্যটন বিষয়ক কাব্যগ্রন্থ 'জল পাথরে বন পাহাড়ে' প্রকাশের পথে।  

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।