আমি আমার, ফুলের গন্ধেও আমার মরণ হতে পারে
মজুরি না হলে
আগুন লাগাতে পারে পানির আকাশে যদি বিনাকারে ছাটাইয়ের কথা বলে
গোলাপকেও আমি কবর দিতে পারি
প্রভুকেও আকাশ থেকে নামতে পারি
মজুরি না হলে
হাতকড়া নিয়ন্ত্রণ করতে পারে
যদি বিনাকারে ছাটাইয়ের কথা বলে
গোর মত মুখ খুলতে পারে আপনাকে শোক
মুখোশ দেখতে পারেন আপনি লোক
এই মাটি আর স্থির থাকবে না
আকাশ আর আকাশে রবে না
মজুরি না হলে
আমি আমার, ফুলের গন্ধেও আমার মরণ হতে পারে
ভুলতে হতে পারে শিকারের পিঠে শিকার, শুয়োরের পিঠে শুয়োর, মানুষ পিঠে মানুষ
যদি বিনাকারে ছাটাইয়ের কথা বলে
আলো নষ্ট হয়ে যাবে
রাতের পর আবার সন্ধ্যা
মজুরি না হলে
আমি আমার, ফুলের গন্ধেও আমার মরণ হতে পারে।