ছায়াহীন ছায়াপথ ।। অক্ষয় কুমার বৈদ্য


অগুন্তি তারারা শুয়ে আছে ছায়াহীন ছায়াপথে 
নভাক কম্পন ভেসে আসে 
                          মহাকাশ থেকে 
ব্যবধান শুধু জীবন-মৃত্যুর 
মানিনী, জীবন মানে পোশাক-আশাকের আভরণ
                           অকারণ মোহ সংশয় বিষাদ 
আর মৃত্যু সে তো কাল নিয়ন্ত্রিত অণুপরমাণু প্রকৃতির মহামিলন। 

     একটা ক্ষীণ আবছা মায়াবিনী ঘোর 
মোমজোৎস্নার সুঘ্রানে
আমাকে ভাসিয়ে নিয়ে গেল সজাল আবেশে কিছুক্ষণ। 
একটা অদেখা দেশ-অথৈ স্বপ্ন 
তোমার ঠোঁটের অমর্ত্য অমরাবতীর তীরে অস্ফুটে ডাকপাঠালো।
গহীন জলরাশির স্পর্ধিত ফেনিল অন্তরালে 
হারানো নির্জনতার মাঝে অবশেষে। 
আমি আশ্চর্য ভাবে খুঁজে পেলাম ঝিনুক
অন্ধকার খোলের ভিতরে জড় রুপলি সম্পদ। 
অষ্টাদশী প্রেমে মানিনী 
রোদেলা পাখির ঝাঁকে কিচির মিচির গান। 
বাঁধ ভাঙার আয়োজন। 
প্রথম বেজেছিল আমার হৃদয়ের বিনম্র সেতারে। 

বোহেমিয়ান শুদ্ধতা নির্মিত স্রোতে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post