দুশ্চিন্তারা
জ্বলেপুড়ে খাক,
(নতুন নতুন হাতে হাভাতেদের থালায় সূর্যের হাসি, চাঁদগ্রহণ ভেবে প্রতারিত হই)
প্রাণপণে জঞ্জাল সরাতে কাস্তে কুমারের ডগায় জ্বলছে আগুনফুলকি,
পাথর ভাঙ্গার নিপুন শব্দের বাইরে আর কোনো প্রত্যায়ন নেই।
নাকাল পুরবাসী
পরিব্রাজক পাতায় অফুরন্ত বিশ্বাস,
কেবলি ক্ষুধাতুর ঢুকেই
চকিতে দেখে
অনাগত চিত্রকরের
ক্যানভাসে লেগেছে ইঁদুর।