শ্রমিকের আর্তনাদ ।। মুস্তফা হাবীব

 


যারা উৎপাদনে  কল কারখানায় চাকা ঘুরায় , 
রৌদ্রে পুড়ে ফসল ফলায় মাঠে 
আজও তারা পায়নি মানুযের মর্যাদা ও ন্যায্য মজুরি , 
নুন আনতে পান্তা ফুরায় রোজ,ফুরায় না অভাব।
তবে কিছু  ক্ষমতালোভী শিয়াল চতুরেরা
নিজ স্বার্থ হাসিলের জন্য মঞ্চ- ময়দান কাঁপায়, 
ফেনা ঝরায় মুখে নিপীড়িত দেশ জনতার পক্ষে। 

ইতিহাস সাক্ষী, আঠারোশো ছিয়াশিতে
আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে গুলিবিদ্ধ 
বিপ্লবী শ্রমিক, তাদের প্রাণের বিনিময়ে
রোজ আটঘণ্টা কাজের সময় নির্দিষ্ট হল, তবু
আজও  শ্রমিক- মজুর জীবনের সঙ্গে লড়ছে পাঞ্জা । 
ভূস্বামী - আমলার ফরমাশ পালনে জীবন যায়
তবু এই পৃথিবীতে শোনেনা কেউ শ্রমিকের আর্তনাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।