যারা উৎপাদনে কল কারখানায় চাকা ঘুরায় ,
রৌদ্রে পুড়ে ফসল ফলায় মাঠে
আজও তারা পায়নি মানুযের মর্যাদা ও ন্যায্য মজুরি ,
নুন আনতে পান্তা ফুরায় রোজ,ফুরায় না অভাব।
তবে কিছু ক্ষমতালোভী শিয়াল চতুরেরা
নিজ স্বার্থ হাসিলের জন্য মঞ্চ- ময়দান কাঁপায়,
ফেনা ঝরায় মুখে নিপীড়িত দেশ জনতার পক্ষে।
ইতিহাস সাক্ষী, আঠারোশো ছিয়াশিতে
আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে গুলিবিদ্ধ
বিপ্লবী শ্রমিক, তাদের প্রাণের বিনিময়ে
রোজ আটঘণ্টা কাজের সময় নির্দিষ্ট হল, তবু
আজও শ্রমিক- মজুর জীবনের সঙ্গে লড়ছে পাঞ্জা ।
ভূস্বামী - আমলার ফরমাশ পালনে জীবন যায়
তবু এই পৃথিবীতে শোনেনা কেউ শ্রমিকের আর্তনাদ।