শ্রমিক দিবস হচ্ছে পালন
বিশ্ব জুড়ে ভাই
তবুও শ্রমিক মরছে হেলায়
কেউ তো পাশে নাই।
হচ্ছে ভাষণ ধর্মঘট ও
নানান পরিষদ
জীবন যাপন অনিশ্চিত
নেই জীবন বোধ।
পুরষ্কার গলায় মালা
হাতে গুচ্ছ ফুল
অন্যদিকে মাথার ঘাম
অগোছালো চুল।
শুকনো দুটি রুটি খেয়েই
হচ্ছে জীবন পার
শ্রমিকদের দুঃখের কথা
কেউ জানে না আর।
সঠিক মূল্য কেউ পায় না
তবুও দেয় শ্রম
এমন করেই বাঁধছে দানা
লেগেই থকে ভ্রম।