শ্রমিক আজও দৃঢ় হস্তেই
চালায় হাতুড়ি শাবল
তবু ক্যানো দেখি শ্রমিকের চোখে
দুঃখের অশ্রু জল ?
কৃষক চালায় কাস্তে কোদাল
লাঙ্গলের ফলা জমিনে
আমরা শ্রমিক বানাই পণ্য
কখনো কিছুতে দমিনে !
এ্যাতো সংগ্রাম আন্দোলনেও
ছাড়েনি দুঃখ পিছু
পুঁজিবাদীদের পরাকাষ্ঠে
এখনো শ্রমিক কিছু।
মে দিবসে কান পেতে শুনি
কৃষক শ্রমিকের হাহাকার
গুণিতকে বাড়ে পণ্যের দাম
বাড়েনা তো মান জীবিকার।
শ্রমিক পিষ্টের শত কৌশল
মুছে যাক চিরতরে
আলোকে রাঙুক শ্রমিকের ঘর
উঠুক হাসিতে ভরে।