শ্রমিকের মুখে হাসি ৷। মোঃ আব্দুর রাজ্জাক রন্জু

 


শ্রমিক আজও দৃঢ় হস্তেই
চালায় হাতুড়ি শাবল
তবু ক্যানো দেখি শ্রমিকের চোখে
দুঃখের অশ্রু জল ? 

কৃষক চালায় কাস্তে কোদাল
লাঙ্গলের ফলা জমিনে
আমরা শ্রমিক বানাই পণ্য 
কখনো কিছুতে দমিনে ! 

এ্যাতো সংগ্রাম আন্দোলনেও
ছাড়েনি দুঃখ পিছু 
পুঁজিবাদীদের পরাকাষ্ঠে
এখনো শ্রমিক কিছু। 

মে দিবসে কান পেতে শুনি
কৃষক শ্রমিকের হাহাকার
গুণিতকে বাড়ে পণ্যের দাম
বাড়েনা তো মান জীবিকার।

শ্রমিক পিষ্টের শত কৌশল
মুছে যাক চিরতরে 
আলোকে রাঙুক শ্রমিকের ঘর
উঠুক হাসিতে ভরে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।