ঠেলা চালক মুটে-মজুর
পায়না শ্রমের দাম
সারা জীবন শ্রম দিয়ে
ঝরায় গায়ের ঘাম।
ইটের পরে ইট সাজিয়ে
বানায় যারা ঘর
শ্রমিক দিবস জানেনা ওরা
সবার কাছে পর।
দিকে দিকে শ্রম দিবসে
ওড়ে রক্ত নিশান
তোমার আমার অন্নদাতা
মাঠের মাঝে কিশান।
সারাটা দিন করলে শ্রম
মিলবে তবে অন্ন
বাবুরা সব কাটায় ছুটি
গরীব যেন বন্য।