মে দিবস ।। শুক্লা বর্মা

 


মে দিবস দুনিয়ার পারিশ্রমিক মানুষের
সংগ্রাম ও মুক্তির অঙ্গীকারের দিন।
সকল শ্রমিকের ন্যায্য অধীকার
আদায় করা ও একতা হওয়ার দিন।

মে দিবস দুনিয়ার খেটে খাওয়া মানুষের
উৎসবের ও মাথা উচু করার দিন।
একটি দেশের  উন্নয়নের অন্তরালে
শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের দিন।

মে দিবস সকল দেশের মেহনতি মানুষের
নতুনভাবে বাঁচতে ও পথ চলার দিশা।
তাজা রক্তের বিনিময়ে পাওয়া এক অমুল্য সম্পদ
অধিকার প্রতিষ্ঠার দূর্বার আন্দোলন।

মে দিবস  দুনিয়ার সকল  শ্রমিকদের
সংগ্রামের ঐক্য ও গভীর প্রেরনা।
পুজিবাদী দাসত্ব-শৃংখল থেকে মুক্তির
দৃঢ় অঙ্গীকার।

মে দিবস  শ্রমিকের দিন বদলের শপথ
শ্রমিকের মূল্যবান স্নোগান।
ন্যয্য অধিকার আদায়,আট ঘন্টা ঘুম,
আট ঘন্টা কর্ম,আট ঘন্টা বিনোদন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post