বাবার ভালোবাসা ।। সন্তোষ সরকার



বাবার ভালবাসার কথা
 মুখে যায় না বলা, 
 বাহিরে বজ্রের মতো কঠিন 
অন্তরে কোমল ভালোবাসা।
 
বাবাকে কি কখনও
 বোঝা যায় সহজে?
ভাস্করের মত নিজে জ্বলে
 সন্তানকে উদ্ভাসিত করে।

 বাবা হলেন জন্মদাতা 
আমার সাক্ষাৎ ভগবান,
 বাবা হলেন পামীর মালভূমি 
সন্তানের ছাদ।
 
বাবা হলেন শিবের মতো নীলকন্ঠ 
সংসারের সকল বিষ করে পান,
বাবা হলেন প্রকৃতির ঝাড়ু কাকের-ই মতো 
সংসারে সকল আর্বজনা করে পরিষ্কার । 

বাবা হলেন গৃহের প্রাচীর 
ডিমের খোসার মতো,
 অপত্যকে করে রক্ষা 
অতন্দ্র প্রহরীর মতো। 

বাবা হলেন খেলার সাথী
 নিজে হেরে সন্তানকে জিতান,
নিজে না খেয়ে পিতা 
সন্তানকে খাওয়ান।

বাবা হলেন ভোরের পাখি
প্রভাতে ডাকে,
বাবা হলেন স্নেহপরায়ণ
 অকারণে অনিষ্ট আশঙ্কা করে।

বাবার কাছে মেয়েরা থাকে
হয়ে রাজরানী,
 কন্যা দানে পিতারা হয়ে যান
  মনিহারা ফণী।

দুহিতাকে যেই দিন পিতৃ গৃহ থেকে 
বিদায় দেন বাবা,
সেই দিন পিতার বক্ষে বহে সমুদ্রের গর্জন 
   নয়নে ঝরে শ্রাবণের ধারা।
 
স্বামীর ঘরে কন্যা যদি
 সুখে শান্তিতে থাকে,
 পিতার চেয়ে বেশি খুশি
 হয় না কেউ ভবে।

সন্তানের আবদার যদি পিতা 
পূরণ করতে না পারে,
 অন্তরে অন্তরে কষ্ট পায়
 চুপিচুপি কাঁদে। 
 
বাবা হলেন ধরনীর মত
অসীম ধৈর্য‍্যশীল, 
 কত বাধা-বিপত্তির মধ্যে 
মাথা রাখে ঠিক।

  বাবার দুঃখ কেউ বোঝে না
 এই সংসারে,
এত যে কষ্ট করে 
কেউ চিন্তা নাহি করে।

বাবার নিজের দুঃখের কথা 
বলে না কাউকে,
 ভেতরে ভেতরে রাখে 
মানসে চেপে।

 নীরবে পরানে পরানে কাঁদে
 হৃদয়ে পেলে ব্যথা,
 মুখে থাকে হাসি খুশি 
 আর সুমিষ্ট কথা।

জাদুকর যেমন জাদু দেখায়
সরু তারের উপরে,
  জীবনের ঝুঁকি নিয়ে বাবাও  কিন্তু 
ভেসে আছে দুঃখেরই সাগরে।

 বাবা হলেন সন্তানের আদর্শ 
মায়ের সিঁথির সিঁদুর, 
বাবা হলেন প্রদীপের সলতা 
 পুড়ে দেয় সন্তানকে নুর। 

বাবা হলেন প্রকান্ড এক 
বট বৃক্ষের মত,
সন্তানকে শীতল ছায়া
দেয় অবিরত।

বাবা একটা কথাই বলতেন 
হও বাবুই পাখীর মতন,
নিজের বাসা নিজে 
বানাইতে শিখ।

সন্তানের সাফল্যে পিতা 
হন খুব খুশী,
আবার সন্তানের দুঃখের সময়
হয়ে যান দুঃখী।

পৃথিবীতে খারাপ লোক
অনেক আছে,
কিন্তু খারাপ পিতা একটিও
নেই এই জগতে।

সকল পিতারা-ই চান 
তার সন্তান যেন থাকে দুধে ভাতে,
ধনী-দীন যে পিতাই হোক 
যে যার যার মত চিন্তা করে।

সন্তানের জন‍্য বাবা 
কত যে কষ্ট করে,
তারা কিন্তু পিতাকে 
শেষে ভুল ভাবে।

সন্তানের সকল ভুল-ভ্রান্তি
পিতা করে দেন ক্ষমা,
পিতার হৃদয় হল মহান
আকাশের মতো খোলা।  

বাবার কটু কথাতে তুমি 
কখনও করিও রাগ,
বাবা হলেন সন্তানের 
জান প্রাণ অহংকার।

দিনমণি যখন অস্তাচলে যায়
জগতে তখন আধাঁর নেমে রাত্রি হয়ে যায়,
পিতার যদি হয়ে যায় অকাল প্রয়াণ
সন্তানের জীবনে নেমে আসে ঘোর কালো অন্ধকার।

পিতার মর্ম কেউ বুঝে না
জীবিত কালে,
বাবার মৃত্যুর পরেই বুঝতে পারে
বাবা যে কি ধন ছিলে।

বাবাকে বুঝতে তোমার 
সারাটা জীবন লাগবে,
বাবার মত এমন আপন জন
আর পাবে না এক জনও জগতে।

বাবার ঋণ কেউ কোন দিন 
পারে না পরিশোধ করতে,
বাবার কাছে যে আমরা আছি
চির ঋণী হয়ে।

পিতামাতার সেবা যত্ন
করে যারা,
তাদের কাছে কখনও 
যম ঘেষতে পারে না।

পিতামাতাকে যে সন্তান রাখে
শ্রদ্ধা আদর যত্ন করে, 
সেই সন্তানই সমাজে চলতে পারে
শির উচুঁ করে।

তখন তার গৃহে স্বর্গ সুখ
আসে নেমে,
স্বর্গ থেকে সকল দেবতারা 
তখন পুষ্প বৃষ্টি করে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।