তুমি আবারও প্রেমে পড়ো কারো,
ঘুমপাড়ানির গল্প বলুক সেও
নয়নে তোমার ঘুম এনে দিক।
তার বুকের ভেতর সংরক্ষিত আসনে
অন্দরমহলে গভীর নিদ্রাচ্ছন্ন হও
স্বপ্নেরা হাত বাড়িয়ে আপন করুক।
ভাবনার বিস্তার ডানা আছে শুনি
অগোচরে পিরিত বৃষ্টির বিজলী,
মেঘদল আড়ালে গোস্বা সূর্যস্বামী
এখুনিই মিতালি মৃত্তিকা বাদলে।
ভরা ফসলে মাঠ সবুজ শ্যামলে
নদীতে ভরপুর জল থৈথৈ নাচে,
দেশান্তরী হইবো চাঁদে জমি কিনে
নয়ত কারাগারে হবো আদিবাসী।
তোমার হৃদকোণে কিঞ্চিৎ জায়গা
পেতাম,বসবাস করতাম কোণঠাসা
হয়ে।আমৃত্যু কাল ইতিহাস হতাম
পৃথিবীতে করতাম সভ্যতার চাষ।