এহনো কত কথা কওন বাকি ।। জার্জিস খান


এই যে আমি তোমারে লেখবার বইছি,কী লিখমু তা এহনো ভাইবা পাইতেছি না।কউ, আমার কি এহানে কোনো দোষ আছে?
তোমারে আর কীইবা লেখার বাদ আছে।আমি তো তোমারেই লেহি , যহন তুমি আমার সামনে থাক না, তখনো তোমার সঙ্গ পাওয়ার লাইগা, আর এহন তো তুমি আমার নাগালেই আছ,তাই তোমার দিক তাকায়া আমি আমার পথ্থম আর শ্যাষ কবিতা দেহন পারি, পুরা সাহিত্যের জিওোগ্রাফি।আর এইহানে কোনো সিউডো হেজিমোনির আলাপ তুইলা তোমার টেরিটোরিয়াল বাউন্ডারির বলয়ে কারো ইন্টারফেয়ার চইলত না।তুমি যারে ইন্টারেস্ট প্রায়োরিটি বুইঝা সোভেরেনেটির চাবি তুইলা দিবা তার লগেই প্রিজোনারশ ডিলেমার খেলা খেইলা মজা পাইবা।যেহানে দ্বি-পাক্ষীয় চুক্তির মাধ্যমে উভয় মোড়লই লাভের স্যান্কশন ঘরে তুইলবার পারে।

যাইবা,আমার লগে সেই পীস-কিপিং মিশনে, যেইহানে হোসেন মিয়ারে সরাইয়া আমরাই গবর্নমেন্ট হইয়া পপুলেশন এর সিকিউরিটি এনশিওর করমু।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post