জানি দেখা হবে ।। জয়শ্রী দাস


একাকীত্বের ঝোড়ো হাওয়ায় খড়কুটোর মত ভাসতে ভাসতে দিশাহীন চাতক পাখির মত উড়তে উড়তে মরীচিকার ভিড়ে সিগারেটের ধোঁয়া হয়ে নীল নির্জনে হারিয়ে যাব একদিন। জীবনের দাড়িপাল্লায় বাটখারা হয়ে ওঠানামা করতে সম্পর্কের রিখটার স্কেল কম্পনের ধাক্কায় ভেঙে চৌচির। ফুল ফুটুক, নাই বা ফুটুক প্রেমের বসন্তের ছোঁয়া বেলা বোস না পেলেও দুরত্ব আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুর বৃত্তকে কাঁটা কম্পাসে জড়ানো পেন্সিলের ভোঁতা শিসের মত এক ব্যার্থ প্রেমিকের মত বদ্ধ খাঁচার অচিন পাখি হয়েও আমারও আজ ইচ্ছে করে প্রেমের গান গাইতে। " বেলাশেষে " আর "বেলা শুরু" এর মাঝখানে বিকেলে ভোরের সরষে ফুল হয়ে ঝরতে ঝরতে আমি আজও অ্যান্টনি ফিরিঙ্গি হয়ে ব্যালকনির আনাচে কানাচে তোমার প্রতিধ্বনি কে প্রতি পদে অনুভব করতে থাকলেও বেকারত্বের জ্বালায় তোমার অনেক অভিমানের পাহাড় ডিঙিয়ে আজও খুঁজে চলেছি তোমায়......... আজ হয়তো আমি স্বকার, প্রতিষ্ঠিত, তুমি আমার কাছেই আছো, ধুপকাঠির ধোঁয়ার জ্বলন্ত তোমার নিস্পাপ মুখ.......... 
            না- বলা কথার লম্বা খাঁমে চিরকুটের মত আমি তোমার প্রতীক্ষায় মুহ্যমান। হয়তো আবার আসবে... জাতিস্মরের মেহফিল। 
                                   জয়শ্রী দাস
                                ২২/০৬/২০২৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।