মরণের আর্তনাদ ।। মোহাম্মাদ সফিউল্লা খান


রবের নিকট প্রার্থনা লাগি
          সবর দিও দিলে,
আপত্তি কভু রাখবোনা আর
          যদিও নাও তুলে।

নিত‍্য আমার নেত্র যুগল
         জ্ঞ‍্যাতে রক্ত ঝরে,
বাতলে দাও দয়াল তুমি
         রেখো তোমার বিচারে।

যন্ত্রনার কাতরে ভুগছি আমি
         সাঙ্গ করি মরার,
আত্মহত্যায় প্রান ত‍্যাগ করিলে
         ছাড় পাবোনা ওপার!

খোদা তোমার অপার দোয়ায়
         আমায় কবুল করো,
দূর্ঘটনা বা দুরারোগ‍্য রোগে
         ত্বরিত কবর ভরো।

এতো দোয়া করি রহমান
         যাকাত এতিম দানে,
হরেক রকম মাজেজা তোমার?
         মরণ দাও প্রানে।

আর পারিনা আর চাহিনা
         এমন সুখের জীবন!
ফরিয়াদ করি আর্জি আমার
          সত্বরে দিও মরণ !!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post