সময়ের ধারায় রয়ে যায় কিছু অনুশোচনার ব্যথা,
কিছু কথা গুমড়ে মরে বুকেই আজীবন।
অনভিজ্ঞতার কিছু সদর্প ভূমিকা, নিজেকেই মারে চাবুক,
যাতে দগ্ধ হয় আমাদের নিত্য যাপন।
সময় থামে না কারো জন্যই,
শুধু দিয়ে যায় তার শিক্ষা অবিরাম।
পুরোনো ভুল তাই ভুল হয়েই রয়,
হঠকারীতার বোঝা বয়ে চলি তাই, সকলেই দিয়ে জীবনের দাম।
দৃঢ় মানসিকতায় পারি না কেউ- কেউ আপন ভুল মানতে,
দিয়ে চলি ভাগ্যের দোহাই, আপনাকে লুকিয়ে।
যেদিন সবটুকু সময় যায় চলে, একাকী ফেলে রেখে,
সেদিন পশ্চাতাপের অশ্রু নীরবেই করি বিসর্জন, গভীর ব্যথা সয়ে।
তাই অনুশোচনার এ ব্যথার কেউ হয় না সমব্যথী,
নিজের 'পরেই নিজের অভিমান বেড়ে চলে ক্রমেই শতগুণে।
তবু মুখ ফুটে স্বীকার করা হয় না জীবনের ভুলভ্রান্তি,
মৌটুকু শেষে হুলের দংশনে বিদ্ধ হই শেষবেলায় তাই ক্ষণে ক্ষণে।
কিছু ডায়েরির ছেঁড়া পাতার মতো, কিছু ছেঁড়া সময়ের হাতছানি,
কিছু সুখস্মৃতির সাজানো বাসরের ছিঁড়ে যাওয়া ফুল,
বারবার ফিরে চাওয়া সেই সুখের পসরা রয়ে যায় অধরাই,
শুধু পড়ে থাকে, এক নিদারুণ অসহায়তায়, আজীবনের যাবতীয় ভুল।
কখনো খুব গোপনে ডায়রি করে বহন, সেই যন্ত্রণা ভরা ক্ষত,
উগরানো সকল অব্যক্ত কথা, উপচানো অশ্রুর ব্যথা।
দফনের সাথে সে সকলই জমিতে মেশে অপ্রকাশিত দলিলের মতোই,
যা নিরুচ্চারে বলে, একাকী রাতের গভীরতা।