প্রেমের রূপসজ্জা। মোহাম্মাদ সফিউল্লা খান




কল্পনা প্রিয় হিয়ার চিন্তা যখন কাতার,
হৃদয় চুর্ণ ছিন্নভিন্ন; হয়তো তুমি 
তখন কোন আনন্দ উচ্ছ্বাস  
তোমার হৃদয়ে হিন্দোল বইছে নির্ন্তর !
সতর্কতা এমনটাই হবে, তোমার দেখতে
ফুটফুল্ল হৃদয়ে স্থান পায় না ক্রন্দনের 
আর্তনাদও! একটা বার দেখো তুমি,
এমনটাই ছিল কি কখনো? কত রাত 
নিসাড়া হয়েছে আমরা যা নিয়েছি,
কখনো উম্মাদ; সতর্কবা তখন আমরা নিটোল
পরিপূরক আন্দোলনের অন্যদের।
মনে পড়ে? তখন কোন স্বার্থ টানা পোড়েন। এখন তোমার চেতনায় ঘর্মাক্ত কায়া ক্রমশ সিক্ত, তোমার দেখায় এখন অশ্রুসিক্ততা রক্তে পরিণত হয়! বমনে তোমার ভাষা‍য়ের ভিন্ন ভেদ আমাকে গহীন আত্মাহুতে উদ্বুদ্ধ করে! প্রশ্ন জাগে;কি ছিল সেই প্রারম্ভিক সংবাদ?কেনইবা এমন রূপান্তর? কি বা এর অন্তিম আগমনী? উত্তরে হৃদয় গহীনে ডুকরে চিৎকারে কে পালি বলে, মৃত‍্যু আঙ্গনের আর্তনাদ!
এই আগত সান্তনায় অশ্রুসিক্ত রক্তের বিপর্যয় হয় আর কে রমিও-জুলিয়েত, শিরি-ফারহাদ, লায়লা-মজনু, দেবপ্রমীলা, কীস-ফ্যানী ওদাস-
পার্বতীরাই মৃত‍্যু ভয়ে আতঙ্কিত
তো? আমিও তোমাকে আশা ভাবিনি, ভাবি কেবল তফাৎই, এটা যে মর্দন প্রেমের-রূপসজ্জা!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।