আষাঢ় মাসে ।। মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু


আষাঢ় মাসের হঠাৎ মেঘে
বৃষ্টি ছলাতছল
রোদ বৃষ্টির লুকোচুরি 
অঝোর ধারায় ঢল ! 

ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে
নেই কোথাও কেউ
হৃদয়েতে দেয় যে হানা
অলস স্মৃতির ঢেউ।

মাঝে মাঝে বিজলি চমক 
জীবন হানির ভয়
পথে-ঘাটে, ঘরে মাঠে 
শঙ্কা জগত ময়।

শঙ্কা যখন যায় কেটে যায়
আনন্দের -ই বান
বৃষ্টি তালে সুর মিলিয়ে
হৃদয়টা গায় গান।

বৃষ্টি ধোয়া শুদ্ধ ছোঁয়া
তরতাজা সব ফুল
বিলে ফোটা শাপলা নিতে
কেউ করো না ভুল।

[কবি: সহঃ অধ্যাপক মহাস্থান মাহীসওয়ার 
ডিগ্রি কলেজ বগুড়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।