আষাঢ় মাসে ।। মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু


আষাঢ় মাসের হঠাৎ মেঘে
বৃষ্টি ছলাতছল
রোদ বৃষ্টির লুকোচুরি 
অঝোর ধারায় ঢল ! 

ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে
নেই কোথাও কেউ
হৃদয়েতে দেয় যে হানা
অলস স্মৃতির ঢেউ।

মাঝে মাঝে বিজলি চমক 
জীবন হানির ভয়
পথে-ঘাটে, ঘরে মাঠে 
শঙ্কা জগত ময়।

শঙ্কা যখন যায় কেটে যায়
আনন্দের -ই বান
বৃষ্টি তালে সুর মিলিয়ে
হৃদয়টা গায় গান।

বৃষ্টি ধোয়া শুদ্ধ ছোঁয়া
তরতাজা সব ফুল
বিলে ফোটা শাপলা নিতে
কেউ করো না ভুল।

[কবি: সহঃ অধ্যাপক মহাস্থান মাহীসওয়ার 
ডিগ্রি কলেজ বগুড়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post