আষাঢ় মাসে ভরা বৃষ্টি
জমছে পানি মাঠে
টইটম্বুর সবখানেই
উছলে পরে ঘাটে।
খালে পানি ডোবায় পানি
নদী নালায় পানি
বর্ষাকালে মধ্যেবিত্ব
টানে ভীষণ ঘানি।
গরু কান্দে গোয়াল ঘরে
হাম্বা হাম্বা করে
এই সুযোগে করিম চাচা
জাল দিয়ে মাছ ধরে।
শাঁখে শাঁখে পাখপাখালি
লাফায় গাছে গাছে
আনন্দেতে লাফালাফি
করে এরই ফাঁকে।
কদম ফুটে ডালে ডালে
পুষ্প ভরা শাঁখে
নৌকা চলে ছলাৎ ছলাৎ
ভরা নদীর বাঁকে।
নূর মোহাম্মদ
সাভার,ঢাকা