আষাঢ়ে বৃষ্টি ভোগছে জনপদ দিনমজুর বড্ড ভোগছে আহার শূন্যতায়।
ওপাড়ায় বিয়ের আসরে খাবারের রোশনাই,
অথচ পেটে কাপড় বেধে বাঁচছে কেউ।
প্রকৃতির কান্না দেখি তুমি আমি রোজ,গলা ছেড়ে গাও বাদলের গান।
সমাজ আজ একরোখা নীতিতে চলে,ধনীর ধন আর গরীবের অভাব সমানুপাতিক।
বৃষ্টি বিলাসে মত্ত কেউ, ভোগান্তির অন্ত নেই দিনমজুরের।
রফিকুল ইসলাম মানিক
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।