আকাশ চুল্লীতে মেঘের কড়ায়,
ফুটছে শুধু বৃষ্টি খই।
বর্ষারাণী একমনে মুখস্থ করে,
পদ্য ছড়ায় ধারাপাত বই।।
ঝাপসা দৃষ্টি বৃষ্টি পর্দায়,
দূর-দিগন্ত সবই ঢাকা।
কুচকুচে কালো জামা পরে,
মেঘ চলেছে শূন্যে একা।।
সোঁদা গন্ধ সুর তুলেছে,
নরম মাটির স্বরলিপির ঘাটে।
অভুক্ত পানকৌড়ি পেটের জ্বালায়,
জলভরা দিঘিতে সাঁতার কাটে।।
কদম ফুলে বৃষ্টি খই,
পাগলা হাওয়া মাতাল মন।
বৃষ্টি মাথায় বেড়ায় ছুটে,
আকাশ পাতাল বৃষ্টি বন।।
অজিত কুমার জানা, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত,