ঝুম বারি ঝর ঝর ।। মোঃ ফারমান হোসেন

ডাকপিয়ন ঘামাক্ত কায়ে লিপি হস্তে গুঁজে দিলেন। 
দিবার আরম্ভ সবে; এতেই ঘর আঁধারে আবির্ভাব!
জুবুথুবু বৃদ্ধা হৃৎকম্পন; হস্তকম্পনে বহিঃপ্রকাশ ঘটালো॥
জড়সড় নাদে লিপি পাঠে মনোনিবেশ করলেন—
 
    ঋতুচক্রের ঘোর বৃদ্ধা তোমার আয়ুষ্কালে!
    জড়সড় ত্বক; বাক্ ; জুবুথুবু চলন,
    এ সবের ঘোরে সাক্ষাৎ হবে আরেকটি বর্ষার সহিত!
    জাহানের মনুষ্য বিলাসিতা উৎযাপনে মেতে উঠবে;
    তুমি শেষ আব্দে সাক্ষাৎ দিবে কিশোরী আয়ুষ্কালে॥

বর্ষা মৌসুমে 'ব' অক্ষরে যাদের সম্মোর্ধনা জানানো হয়;
তাদের উন্নত গম্ভীর গোষ্ঠী বৃদ্ধদের বর্ষার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়॥
ঠিকানা বিহীন লিপি হস্তে থিতে হিমশিম খাচ্ছেন। 
বারি ঝর-ঝর ঝরলে বৃদ্ধা মনোনুভূতি ব্যাক্ত করলেন—
    
    বর্ষার ইশক; কায়ের উষ্ণতা;
    বলাহকে লোকাতিত অরুণ;
    জানালার খিল স্পর্শে অর্ণব দর্শন;
    কয়ে লেপ্টানো শীতল পবন;
    সবই যৌবন প্রাপ্ত কিশোরীর প্রণয়!
    ঋতুচক্রের বর্ষায় প্রণয়ের কমল নাদ অনুরক্তি!

    বৈবাহিক আয়ুষ্কালে জাহানের সর্ব সুখ সংসারে।
    দুই সন্তানের জননীর বর্ষার প্রণয় চিত্তগ্রাহী!
    এমনই বর্ষায় বারি উৎযাপন বিরাজমান;
   গগনে চমকপ্রদ সোনালী চাবুক; চিত্তে ডর খেলে গেলো!
    মুহূর্তের গর্জনে আয়ুষ্কালের মাত্রার পরিবর্তন হলো।
    আবিষ্কৃত হলাম শয্যাবস্থায়; শ্রবণ করলাম—
    ইন্দ্রালয়ের যাত্রী দুই সন্তান এবঙ তাদের জনক॥

বৃদ্ধা হকচকিয়ে নিদ্রা হতে জাগ্রত হলে,
নিজেকে আবিষ্কার করেন—
ঝুম বারি ঝর ঝর দিবা মধ্যাহ্নে॥

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।