এক বিকেলের অনুভূতি ।। মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল

 

মায়াবী পড়ন্ত বেলা ৷
শান্ত, নৈঃশব্দময় পরিবেশ ৷
স্রোতস্বিনী নদী বয়ে চলে অজানা গন্তব্যে ৷
শির উঁচু করা পাহাড়গুলো আকাশ স্পর্শ করতে চায় ৷
তীরে বাঁধা নৌকাটি আপন করে নিয়েছে নিঃসঙ্গতাকে ৷
সাদা তুলা মেঘ নীলিমায় মিলিয়ে যায় ৷
দক্ষিণা বাতাসে ভেসে আসে দারুচিনির সুমিষ্ট ঘ্রাণ ৷
কলসী কাঁখে অষ্টাদশীর প্রাণোচ্ছলতা ৷
শিকারী গাংচিলের তীক্ষ্ণ চোখ হন্য হয়ে শিকার খোঁজে ৷
প্রিয়তমার সাথে ডানা মেলে উড়ে যায় রঙিন প্রজাপতি ৷
সৈকতে লাল কাঁকড়াগুলোর উদ্দাম দৌড় প্রতিযোগিতা ৷
গোধূলি বেলায় আগুন লেগেছে পশ্চিমাকাশে ৷
মন্থর গতিতে শামুকের আঁকাবাঁকা পথচলা ৷
সন্ধ্যাকে আলিঙ্গনের অপেক্ষায় দূর দিগন্ত ৷
ক্লান্ত বলাকা বাড়ি ফেরার পথে ৷
জোনাকির মিটমিটি আলোয় সাঁজ প্রদীপ জ্বলে ৷
জেলেরা ডিঙি নৌকায় লণ্ঠন জ্বালিয়ে নদী অভিমুখে ৷
অস্তগামী সূর্যের দিকে অপলক চেয়ে থাকি ৷
ঐশ্বর্যময় প্রকৃতির এক অনুপম সৌন্দর্য ৷
আবহমান বাংলার শাশ্বত প্রতিচ্ছবি ৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।