বর্ষারানী বর্ষারানী কেন তুমি এত অভিমানী?
আলতো রোদ গায়ে মেখে আসবে ঠিকই তাও জানি।
ঝম ঝমা ঝম শব্দে মেটাও তোমার মনের জ্বালা
রিমঝিম ঝিম হয়ে ঝরো তখন প্রেমের পালা।
কদম ডালে কেয়ার বনে ফুলে ভরাও তুমি,
তুমি ছাড়া দেশের মাটি হয় যে মরুভূমি।
আকাশ তলে মেঘের ডাকে ময়ূর নৃত্য রত
রিমঝিম নুপুর ঝরে স্মৃতির পাতায় ছিল যত।
মেঘের আঁচল সরিয়ে দিয়ে ছন্দে সুরে তালে,
জলের ধারার মাতন তোলে গাছের ডালে ডালে।
চাষির মনে খুশির জোয়ার আনবে ফসল ঘরে,
সোনার দানা বইবে মাথায় রাখবে গোলা ভরে।
তোমায় নিয়ে কানাকানি সাথে চোখের জল,
ঘরহারা ঐ মানব শিশু কোথায় দাঁড়ায় বল?
বর্ষা ঘিরে কবির কলম আঁকে নানান ছবি,
বহুরূপে বাদল কথা লিখলেন ঠাকুর রবি।
ভাবুক ঋতু পরশে তোমার হোক ধরণী সঞ্জীবনী,
শ্রাবণ মাসের উদারতায় নামটি তোমার শ্রাবণী।
ঋতুরঙ্গের খেলাঘরে তুমিই মোদের ভালোবাসার রানী,
ফি-বছর আসবে যাবে ভুল হবে না জানি।
--–-----------
সঞ্চিতা দে
বগুলা আসর পাড়া
পোস্ট-বগুলা
জেলা-নদীয়া