মধুর ক্ষণ ।। মোঃ শরিফুল ইসলাম

 


ঝমঝমিয়ে বৃষ্টি এলো
রাত্রি যখন ভোর,
টাপুর টুপুর ছন্দ শুনে
কাটলো ঘুমের ঘোর।

বাদল দিনে খালে বিলের
ভরলো জলে প্রাণ,
পুকুর পাড়ে ঘ্যাঙর ঘ্যাঙর
কী যে মধুর গান!

ছলো ছলো জলে পোকার
হারাম হলো ঘুম,
পাখিদের আজ বয়লো মেলা
পোকা ধরার ধুম।

ভোর বেলাতে জানলা খুলে
বাহির পানে চাই,
পূব আকাশে রামধনু তাই
দেখতে আমি পাই।

রামধনুর ওই দৃষ্টি নন্দন
কাড়ে আমার মন,
যায় কেটে যায় সকাল আমার
এমন মধুর ক্ষণ!

ঠিকানাঃ টাঙ্গাইল সদর টাঙ্গাইল

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post