স্নিগ্ধ শীতল স্পর্শ ।। ইমরান খান রাজ

 


আচমকা রোদ্দুর আকাশটা ক্ষানিক মেঘলা করে 
দখিনা বাতাস আর ঝড়ো হাওয়ায় ভেসে 
বৃষ্টি হয়ে আসো তুমি, এ-বাগান বর্ষিত করতে। 
ভিতরের সকল আকাঙ্খা, ভালোবাসা আর পূর্ণতা- 
ঢেলে দিয়ে, তোমার বৃষ্টিময় সজীবতায় আমাকে সতেজ করে দাও। 
এখানের প্রতিটি ফুল, পাপরি আর বৃক্ষেরা 
তোমার অপেক্ষায়, অপেক্ষারত কয়েক বসন্ত ধরে। 
তোমার ঐ স্নিগ্ধ শীতল জলের স্পর্শ দিতে 
আর কতগুলো বর্ষা একাকী কাটাতে হবে আমায় ? 



ইমরান খান রাজ 
সাতভিটা, নারিশা, দোহার, ঢাকা, বাংলাদেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।