গাঁও-গ্রামের সহজ সরল চাষি
মুখে তাহার লেগেই থাকে হাসি।
সহজ সরল জীবন যাপন তাহার
সদাই করেন পরিমিত আহার।
মাঠের কাজে লেগে থাকেন যারা
সুখের দিন খুঁজে পায় তারা।
পায়না সুখ অলস থাকেন যিনি
থাকলে অলস সদাই থাকেন ঋনি।
আল্লাহ নবীর নামটি সদাই লয়
আছে তাদের আল্লাহর প্রতি ভয়।
সৃষ্টি কর্তায় আছে ভীষণ ভক্তি
তিনি হলেন মুল চালিকা শক্তি।
ফসল তুলে আনেন যখন ঘরে
খুশির ঝিলিক উছলে যেন পরে।
শান্ত থাকেন গিন্নি তাহার রোজ
নিয়মিত রাখেন সবার খোঁজ।
সন্ধ্যে হলে পুঁথি পাঠে মাতে
গিন্নি তাহার থাকেন রোজ সাথে।
পাড়ার সকল মিলে ভাই ভাই
সরল চাষির খুশির সীমা নাই।
নূর মোহাম্মদ
সাভার, আশুলিয়া, ঢাকা।