সমগ্র জীবন। বৃষ্টি মানে তো
মেঘের মৃত্যু...তোমার সবচেয়ে
প্ৰিয় যে'জন ; হৃদয়ের মাঝে...
নিঃশব্দে জমতে থাকে সেথা
ফোঁটা ফোঁটা নিখুঁত মরণ!
মেঘেরা কি জানে? জলকণা
কাকে ভালোবেসে,বিন্দু বিন্দু
বৃষ্টি হয়ে নামে... মাটি কী বোঝে
সেই ব্যাথা! বেদনা-মধুর...
কথাগুলো জীবনের,এলোমেলো
হয়ে যেত। যেত না কি? না যদি
বাঁধতো তাকে হৃদয়ের সুর...।
তারিখ -২২.০৫.২৩