ক্ষত বিক্ষত স্মৃতিগুলো ।। মোহাম্মদ শহীদুল্লাহ

একদম অন্যরকম ছবি এবং 
চলমান
দৃশ্যের কোলাজ,
পটের আকাশ জুড়ে 
গুচ্ছ গুচ্ছ কবিতার দহন।

খাঁটি,এবং পরিপাটি শিরোনামগুলোয়
অবিচার করেছি সবাই।
জলবাতাসের উদাহরণ টেনে
খরস্রোতা নদীর ঢেউ আছড়ে পড়েছে,
আমরা শব্দের কোলাহল থামানোর
খেলা
খেলেছি।

কোনো কোনো চোখের সামনে কেবলি বর্ষণমুখর বৈষম্যের রাত,
কোনো এক দৃপ্ততার তর্জনী
একটা
মুখর পৃথিবীর তামাটে অন্তরে 
রক্তাক্ত আঘাত হেনেছে।
কোনো কোনো চোখের সামনে
নান্দনিক সত্যগুলো
বজ্রধর বহুমাত্রিক রঙ হয়েছে--
গণতান্ত্রিক,বিপ্লবী সুরের ভেলায়
ছাপিয়ে গেছে অবিরাম বাংলাদেশের
চৌচির শুকনো মাটি।

কোনো কোনো কদাকার
গিরগিটির রক্তপায়ী লালাসক্ত জিহবায়
প্রাণবন্ত মুজিবকে ঝলসে দিয়েছে।
রণাঙ্গন তখন জবানবন্দি দিয়ে যায়
উঁকি দেয়া মুখর বাংলাদেশে
সুতীব্র আত্মবিশ্বাসে ঝাঁকুনি দিয়ে যায়।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।