বিজয় পেল দেশ ।। মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু

 


ছোট্ট থেকেই "খোকা" ছিলো 
স্বাধীন প্রতিবাদী
সত্যি তিনি হীরার আঁকড়
খাঁটি সোনা চাঁদি।

নাই পরোয়া জেল-জুলুমে
জীবন গ্যালো কেটে
দেশ ও জাতির সেবাই ব্রত
জানি জীবন ঘেঁটে। 

মানব সেবায় অতুল মুজিব
দেশদরদী সেরা
রক্তে ভেজা দেশের মাটি
লাল-সবুজে ঘেরা।

দুঃসাহসী, স্বাধীন চেতা
মুজিব দেশের নেতা
তাঁর মহিমায় সহজ হলো
মুক্তি যুদ্ধে জেতা। 

রক্ত জোয়ার বইলো দেশে
স্বাধীন অবশেষ
ন'মাস ব্যাপি যুদ্ধ শেষে
বিজয় পেল দেশ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post