দেশ তো স্বাধীন ছিল না,
নেই তো আজ ও।
হবে কি করে?
করেছি কি এমন কোনো কাজ ও?
ক্ষুদিরাম, ভগৎ সিং বীর মুক্তিযোদ্ধা দের দেশপ্রেম ছিল রক্তে রক্তে,
আর একুশ শতকে দেশপ্রেম শুধু ১৫ই আগস্টে।
আসলে আমরা থাকি এমন এক পরাধীন দেশে-
যেখানে ভাই ভাই - নাই ঠাঁই,
বন্ধু নামে হিংসা বিদ্বেষ দেখনাই।
যেখানে বড়ো বড়ো অপরাধ আড়াল থাকে বড়ো বড়ো মুখোশে!
জনতা যেখানে রূপকথা গল্পের ঘুমন্ত রাজকুমারী বেশে।
যেখানে এক বিন্দু ও মিলমিশ নেই মানুষে মানুষে।
জীবনের চেয়ে ধর্ম হয়ে যায় বড়,
নুন আনতে পান্তা ফুরোনো গরীবি-
চাকরির জন্য চেষ্টারত দামী ডিগ্রীধারী শত শত কন্কাল,
মুখে কংক্রিট হাসির বেশ।
দেশ টা যেন সাদা মাটির বোবা সন্দেশ!
এখানে আছে অন্যায়ের পাহাড়,
কিন্তু নেই ধ্বস!
বেঁচে আছি আমরা ঠিক ই,
কিন্তু কেউ যেন করেছে অবশ।
আসল স্ব অধীনতার স্বাদ পাক দেশ ও দশ,
মূল্য পাক স্বাধীনতা দিবস।
মৌমিতা মোদক
বিধাননগর, দার্জিলিং, (শিলিগুড়ি)
ভারত।