অন্তরীপ ।। গৌরাঙ্গদেব সরদার

 


মনের মধ্যে একটা মশাল জ্বালিয়ে
রাখি, ঘুমের মধ্যে একটা স্বপ্নদীপ!

তবু অন্ধকারে ঘুম নিভে যায়;চোখে
ভেসে থাকে অন্তরীপ;যাকে ছুঁয়ে রোজ

ভিজে উঠে চোখ, খুশির সুমুদ্রে সব
বিলীন... কতো ভাবে চাই কতো রং

মেখে, এ জীবন তবুও সেই মলিন! 

২০.০৮.২৩

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post