Homeগৌরাঙ্গদেব সরদার অন্তরীপ ।। গৌরাঙ্গদেব সরদার September 06, 2023 0 মনের মধ্যে একটা মশাল জ্বালিয়েরাখি, ঘুমের মধ্যে একটা স্বপ্নদীপ!তবু অন্ধকারে ঘুম নিভে যায়;চোখেভেসে থাকে অন্তরীপ;যাকে ছুঁয়ে রোজভিজে উঠে চোখ, খুশির সুমুদ্রে সববিলীন... কতো ভাবে চাই কতো রংমেখে, এ জীবন তবুও সেই মলিন! ২০.০৮.২৩ হালিচা: গৌরাঙ্গদেব সরদার ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০২৩ Facebook Twitter